ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৮
যশোর বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ফাইল ফটো)

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলফলে কমেছে পাসের হার। বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

এবার যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। যা গতবছর ছিল ৮০ দশমিক ০৪ শতাংশ।

রোববার (০৬ মে) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মাধব চন্দ্র রুদ্র জানান, গত দুই বছর ধরে এ বোর্ডের পাসের হার নিম্নমুখী। তবে গত বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

যশোর শিক্ষা বোর্ডে থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ১৮ জন ও মেয়ে ৪ হাজার ৩৭৭ জন। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়ে ছিলো ৬ হাজার ৪৬০জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ১ লাখ ৮৩ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে ছেলেরা পাস করেছে ৬৮ হাজার ৮১৭জন ও মেয়ে ৭১ হাজার ৪৮২ জন। পাসের হারে এগিয়ে মেয়েরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।