শনিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে হামলার প্রতিবাদে সোমবার (২ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে এ হামলা হয়। এজন্য ছাত্রলীগকে অভিযুক্ত করেছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুখ হাসানসহ নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন। স্লোগান শুরু করার একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ফের তাদের মারধর করে ব্যানার নিয়ে যান।
হামলার আগ থেকে ওই এলাকায় মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু, হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক আল আমিন রহমানসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীদের। হামলার একপর্যায়ে পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুখকে মারধর করে তারা থানায় নিয়ে যান। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে প্রথমে তারা বলতে চাননি। পরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমাদের কাছে তথ্য ছিল তারা পতাকা মিছিল করবে, সঙ্গে থাকা লাঠি হামলার কাজে ব্যবহার করবে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বাধা দিয়েছি।
আন্দোলনকারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক লুৎফর নাহার নীলা বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ মিডিয়ার সামনে হামলা করেছে। তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। আমরা প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন দিলে আমরা আর আন্দোলন করবো না। পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। তাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কোটা বাতিলের ঘোষণা দিলেও পরিষদের নেতারা প্রজ্ঞাপন জারি চাইছেন। সেজন্য দফায় দফায় সময় বেঁধে দিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর ‘হামলা’ হয়। সেজন্যও ছাত্রলীগকে অভিযুক্ত করেন পরিষদের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসকেবি/আরবি/এইচএ/
** কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
** নূরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
** শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ