মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের উল্টোপাশের রাস্তায় শিক্ষকদের অনশনরত অবস্থায় দেখা যায়। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অনশন চলছে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য একমাত্র নীতি একাডেমি স্বীকৃতি। যে নীতির মাধ্যমে অতীতে সারা দেশের ২৮ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আমরা আশা করি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আগের নীতিতে এমপিওভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দিন-রাত রোদ-বৃষ্টির মধ্যে শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন ছেড়ে রাজপথে অমানবিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন করতে গিয়ে ইতোমধ্যে ২৫০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ৭০ জন চিকিৎসা নিয়েছেন। ২৩ জন শিক্ষক ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবার অনশনে যোগ দিয়েছেন।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ কয়েকশ শিক্ষক রাস্তায় বসে আছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএইচ/এএ