ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন হুমায়ুন কবীর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
রাবিতে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন হুমায়ুন কবীর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট নির্বাচনে জয়ী হয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর। 

সোমবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

এরঅাগে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ৯০৬ জন শিক্ষক ভোট দেন।

নির্বাচনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন ৫২৭ ভোট। অন্যদিকে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) এর প্রার্থী কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক পেয়েছেন ৩৭৯ ভোট।

উল্লেখ্য, চলতি বছর ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, ডিন, শিক্ষক সমিতিসহ সাত ক্যাটাগরিতে মোট ৭০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য পদে নির্বাচন অনুষ্টিত না হওয়ায় পদটি এতোদিন শূন্য ছিলো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।