এবার পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডে এবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বোর্ড সূত্রে েএ তথ্য জানা যায়।
জানা যায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ৭৯৯জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ৪১৭ জন ছাত্র ও ৩৮২জন ছাত্রী। এ বিভাগে এগিয়ে রয়েছে ছেলেরা।
মানবিক বিভাগে মোট ৫৩ জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ১৫জন ছাত্র ও ৩৮জন ছাত্রী। এগিয়ে রয়েছেন মেয়েরা। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৯২জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ২৯জন ছাত্র ও ৬৩জন ছাত্রী। মেয়েরা এগিয়ে রয়েছেন।
এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। বিগত চার বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ওএইচ/