মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে কাজ শুরু করেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী।
বিকেল ৫টায় সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী এখনও কাজ করছেন।
ভাস্কর্য গড়ার যারা কাজ করছেন তারা হলেন- অনিক মাহমুদ, প্রদীপ সরকার, বুলবুল আহমেদ, সঞ্জয়, নূর আলম, জিল্লুর রহমান, সুভাষ প্রমুখ। চারুকলায় শিক্ষার্থীদের বানানো ভাস্কর্য পরিদর্শনে খায়রুজ্জামান লিটনের আসার কথা রয়েছে বলেও জানা গেছে।
ভাস্কর্য গড়ার কাজে অংশ নেওয়া শিক্ষার্থী বুলবুল বাংলানিউজকে বলেন, খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমরা চারুকলার শিক্ষার্থী হিসেবে শুভেচ্ছা জানানোর জন্য তাকে নিয়ে একটি বালুর ভাস্কর্য গড়েছি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসআরএস