ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে শুরু হচ্ছে পরিবেশ বিষয়ক সম্মেলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ঢাবিতে শুরু হচ্ছে পরিবেশ বিষয়ক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে পরিবেশ বিষয়ক সম্মেলন। আগামী শুক্রবার (২৮ সেপ্টেম্বর) থেকে এ সম্মেলন শুরু হবে। সম্মেলনটি আয়োজন করছে ঢাবির আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চিনের ইউনান ইউনিভার্সিটি।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চায়না, সাউথ এন্ড সাউথইস্ট এশিয়ান কনফারেন্স অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত য্যাং যো, ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যার আওতায় ঢাবি শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে চীনে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন।
 
চীনের ইউনান ইউনিভার্সিটির ৬ জন, চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর ৪ জন, চীনের ইনস্টিটিউট অব কেয়ার-লাইফের ১ জন, নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটির ২ জন, মায়ানমারের ইউনিভার্সিটি অব ম্যানডেলে-এর ২ জনসহ সর্বমোট ১৬ জন বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধি এবং ঢাবিসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৩৩ জন বিশেষজ্ঞ প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে ৩৫টি গবেষণা কর্ম উপস্থাপন করবেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসকেবি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।