ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ঘ ইউনিটের বাতিল হওয়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। সেদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা হবে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের প্রথম দফায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। পরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করলে শাহবাগ থানায় মামলা হয়। তখন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রথমে ফল প্রকাশ স্থগিত রাখলেও পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা তা বাতিলের দাবি জানান।
ব্যাপক সমালোচনার পর গত ২৩ অক্টোবর ডিনস কমিটি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজারের বেশি ভর্তিচ্ছুর ফের বাছাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই শিক্ষার্থীদেরই পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসকেবি/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।