ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছে সেই হৃদয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছে সেই হৃদয় মায়ের কোলে হৃদয় সরকার (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): শারীরিক প্রতিবন্ধিত্বের কারণে মায়ের কোলে চড়ে কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া হৃদয় সরকারকে প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এ বিষয়ে এখনই কিছু বলছেন না কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিবন্ধী কোটার আওতায় (বাক, শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীরা কোটায় পড়ে) না পড়ায় হৃদয় সরকারকে ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়ে ছিলেন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

ডিনস কমিটির সিদ্ধান্তের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনিক ভবন থেকে লিখিত না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আমি ডিনস কমিটির মুখপাত্র নই।

তবে প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, হৃদয়ের ভর্তির সিদ্ধান্তের কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। পরীক্ষার দিন মায়ের কোলে চড়ে ক্যাম্পাসে আসার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সেটি নজরে আসে।

ভর্তি পরীক্ষায় কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ৩৭৪০তম পজিশন অর্জন করেন হৃদয় সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।