ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
বাকৃবির ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শুরু হবে।

এক ঘণ্টাব্যাপী ওই ভর্তি পরীক্ষায় এক হাজার ২৩০টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সেল।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। এ বছর এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সর্বনিম্ন ৯ দশকিম ৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রের ২৩৯টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে।

এদিকে প্রথমবারের মতো অনির্বাচিত প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকার মধ্যে সার্ভিস চার্জ ২০০ টাকা রেখে ৫০০ টাকা ফেরত দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র সমিতিসক জেলা ভিত্তিক সমিতি। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রক্টর আতিকুর রহমান খোকন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।