রোববার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত কনসার্ট পর্বে গত ৫ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে রাব্বি মিয়া নামে এক গাড়ি চালকের উপর অতর্কিত হামলা করে জখম ও আহত করার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. শরীফুল ইসলাম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কেন ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না- তার লিখিত জবাব নোটিশ পাঠানোর দিন থেকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
কেডি/আরবি/