সোমবার (১৯ নভেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়।
‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বরত ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের কাছে হস্তান্তর করা হয়।
ফলাফল প্রকাশের সময় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আব্দুল জব্বার এবং কমিটির সদস্য কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন।
গত ১৭ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমআরএম/জেডএস