বৃহস্পতিবার (২২ নভেম্বর) কর্মস্থলে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান। নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর রহমান খাঁন বাংলানিউজকে জানান, লুৎফর রহমান ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ঢাকা সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রফেসর ও ডিন হিসাবে দায়িত্ব পালন করেন। একই বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান। তিনি ২০১৬ সালে বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চলতি বছরের ১৫ নভেম্বর উপাচার্য নিয়োগ সংক্রান্ত ওই আদেশ জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
জিপি