শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে ভিকারুননিসার অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তসহ শিক্ষার্থীদের ৬ দফা দাবির অন্যতম ‘গভর্নিং বডির সদস্যদের একযোগে পদত্যাগের’ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে।
বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার পর এ বৈঠক শুরু হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির একটি হলো, স্কুলের গভর্নিং বডির সব সদস্যের পদত্যাগ। এ দাবির বিষয়ে জানতে চাইলে গভর্নিং বডির চেয়ারম্যান বলেন, আমি এ বিষয়ে গভর্নিং বডির অন্যান্য সদস্যদের সাথে কথা বলব। গভর্নিং বডির পদত্যাগে স্কুল যেন শূন্য না হয় সে বিষয়ে আলোচনা করা হবে।
অরিত্রীর মৃত্যুর দায় কার? এমন প্রশ্নের জবাবে গোলাম আশরাফ তালুকদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক কেউই দায়মুক্ত নয়।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক ছাত্রী আত্মহত্যা করে। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিলো।
এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। মামলার আসামিরা হলেন- অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বরর ০৫, ২০১৮
পিএম/এমজেএফ