ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি, শাবি খুলছে রোববার

জবি, শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

ঢাকা: ঈদুল আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।

রোববার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সকল ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই রেজিস্ট্রার।



জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বাংলানিউজকে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ৬ নভেম্বর (রোববার) থেকে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ছিলো। কিন্তু ৬ ও ১৭ নভেম্বরের আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় টানা ১৬ দিন বন্ধ থাকে। ইতিমধ্যে শিক্ষার্থীরা ঈদের ছুটি শেষে বাড়ি থেকে রাজধানীতে ফিরেছে।

শবি রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাংলানিউজকে জানান, ঈদুল আযহা উপলক্ষে গত ৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং বাস চলাচল বন্ধ ছিলো। ছুটি শেষে ইতিমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসগুলোতে ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ