ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্যান্সারে আক্রান্ত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ক্যান্সারে আক্রান্ত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সানাউল্লাহ সানি নামে সাবেক এক শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিভাগের ২০০৭-০৮ সেশনের ওই শিক্ষার্থী মারা যান।  

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম রাত ১১টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সানাউল্লাহ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেশের বাইরে ভারতের একটি হাসপাতাল থেকে তার চিকিৎসা চলছিল।  

জানা যায়, ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তিনি ম্যালিগনেন্ট ম্যালানোমা নামক জটিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।  

ভারতে চিকিৎসায় তার উন্নতি না হওয়ায় সম্প্রতি তিনি তার নরসিংদী জেলার গ্রামের বাড়িতে চলে আসেন। পরে নিজ বাড়িতে মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।