বুধবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সম্মানিত অতিথি ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
স্বাগত বক্তব্য দেন বিভাগের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক সুরাইয়া আক্তার। সঞ্চালনা করেন বিভাগের সোসাইটি ইনচার্জ সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।
নবীনদের উদ্দেশ্যে উপ-উপাচার্য অধ্যাপক সামাদ বলেন, অধিক পরিমাণ বিদ্যাচর্চা করতে হবে। এটা ছাড়া বড় হওয়া যাবে না। যার যেটা ভালো লাগবে সেটা নিষ্ঠার সঙ্গে করতে হবে।
অধ্যাপক আবু দেলোয়ার বলেন, তোমরা অনেক ভাগ্যবান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। নিজেকে প্রস্তুত করতে হবে। বর্তমানে সামগ্রিকভাবে আমরা অনেক অগ্রগতি লাভ করেছি। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার ঘাটতি লক্ষ্য করছি। তোমাদের এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক এসএম মফিজুর রহমান, ড. মো. সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আবদুর রহিম, সহযোগী অধ্যাপক ড. এটিএম সামছুজ্জোহা প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পর্ব।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসকেবি/এএটি