ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৬ পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৬ পরীক্ষার্থী

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

রোববার (২০ জানুয়ারি) থেকে বুধবার (২৩ জানুয়ারি) পর্যন্ত স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে বলে জানান হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার।

শ্রীপতি শিকদার জানান, এ বছর ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন ১ লাখ ১২ হাজার ১৯২ জন শিক্ষার্থী।

২ হাজার পাঁচটি আসনের বিপরীতে তারা ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এ বছর প্রতিটি আসনের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd পাওয়া যাবে।  

জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্রে জানা যায়, রোববার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০০০০১ থেকে ৭০৮৩৪৭ পর্যন্ত, বেলা ১১টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০৮৩৪৮ থেকে ৭১৬৬৯৪ পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭১৬৬৯৫ থেকে ৭২৫০৪১ পর্যন্ত। বিকেল সাড়ে ৩ থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) রোল নং ৩০০০০১ থেকে ৩০৪১৯৩ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।
 
এরপর সোমবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০০০০১ থেকে ৬০৭৭০৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০৭৭০৬ থেকে ৬১২০৫৮ পর্যন্ত, দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) রোল নং ৩৫০০০১ থেকে ৩৫৭৭০৫ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বিজ্ঞান/মানবিক) রোল নং ৩৫৭৭০৬ থেকে ৩৬১৪১১ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৯৩২৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৯৩২৬ থেকে ২১৮৬১২ পর্যন্ত, দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৭৯৭৫ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০৭৯৭৬ থেকে ৪১৫৯৫১ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিট রোল নং ১০০০০১ থেকে ১০৭৭০৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৭৭০৬ থেকে ১১৫৪১০ পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১১৫৪১১ থেকে ১২৩৩২৬ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ই’ ইউনিটের রোল নং ৫০০০০১ থেকে ৫০১৬০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।