মঙ্গলবার (২৯ জানুয়ারি) ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দফতর সম্পাদক হাসান জামিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে জাকসু নির্বাচনের চার দফা দাবি প্রস্তাব করা হয়েছে।
দাবিগুলো হলো- অবিলম্বে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনের মাধ্যমে পর্যালোচনা সাপেক্ষে জাকসুর গঠনতন্ত্র পরিমার্জন ও সংশোধন করতে হবে, বিভাগ ও হল প্রশাসনের যৌথ সহযোগিতার মাধ্যমে বৈধ শিক্ষার্থী নির্ধারণ করে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, আগামী এক মাসের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং সব শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
আরআইএস/