বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম।
১৫টি পদের মধ্যে ১০টি পদ পেয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এবং চারটি পদ পেয়েছে ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক সাঈদ ফেরদৌস।
অন্যদিকে বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক রাশেদা আখতার, সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা (রাশু) এবং সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।
মোট ৫৮১ জন ভোটের মধ্যে ৫৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জিপি