ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজবাড়ীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
রাজবাড়ীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জন আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটকরা হলেন- জেলা সদরের ইন্দ্রনারায়নপুর গ্রামের হক মিয়ার ছেলে মতিন মিয়া (২৫), গোপিনাথদিয়া গ্রামের ইউসুফ আলী খানের ছেলে কামরুল হাসান খান (২৩) ও আবু বক্কার সিদ্দিকীর ছেলে জুয়েল হোসেন (২৫)।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মতিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভান্ডারিয়া বাজারে অভিযান চালিয়ে কামলুল ও জুয়েলকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযুক্তরা দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তারা প্রতারণার উদ্দেশ্যে নিজেরাই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বন করে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেইজ চালু করেছে। এছাড়াও বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।  

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা প্রতারণার সঙ্গে জড়িত। তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।