ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকাস্থ বারহাট্টা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
ঢাকাস্থ বারহাট্টা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ফরিদ আহমেদ ও সালমান খান।

ঢাকা: ঢাকাস্থ বারহাট্টা উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ফরিদ আহমেদকে সভাপতি ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সম্প্রতি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় আগামী একবছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

 

পরে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাব্বিন হাসান খান নতুন কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সংগঠনের সহ-সভাপতি হয়েছেন- সাদিয়া আরেফিন প্রমি, মো. শাহীন, মসীর মাহমুদুল হাসান খান, মনির হোসেন ও শামীম আহম্মেদ।  

আর দেবাশীষ গোস্বামী, মো. মহসীন, ফরহাদ আহম্মেদ, আব্দুল্লাহ আল মাহাদী ও রাসেল মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন আমানুল্লাহ রায়হান, সায়মন আহমেদ এবং শৈলী চক্রবর্তী।  

কমিটির নতুন সভাপতি ফরিদ আহমেদ বলেন, কংস-ধনাইখালী বিধৌত বারহাট্টা উপজেলার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকায় পড়ুয়া সব শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস। আমাদের বিশ্বাস ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই একটি উন্নত ও সমৃদ্ধ বারহাট্টা গড়ে তোলা সম্ভব।  

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নবীন বরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, প্রীতি ম্যাচ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাসিক এবং ত্রৈমাসিক বৃত্তির ব্যবস্থা করা করে আসছে। এছাড়া রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা ছাত্রসংগঠনটি।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।