ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯১.৯৬ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৬, ২০১৯
বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯১.৯৬ শতাংশ ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের উল্লাস/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর বিদেশের আটটি কেন্দ্রে মোট উত্তীর্ণ হয়েছে ৩৮৯ জন। অনুত্তীর্ণ শিক্ষার্থী ৩৪ জন। পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২৩ জন। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ৩টি এবং শূন্য ভাগ পাসের প্রতিষ্ঠান নেই।


 
পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (০৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
 
ফলাফলে দেখা গেছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবছর ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, গত বছর ছিল ১০৯টি।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।