সোমবার (০৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলালফ প্রকাশের পর বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে কথা বলে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ ফলাফল জানা গেছে।
বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ২১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১০ জন পরিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী।
জেলা শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৮৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৮১ জন। পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী।
জেলা শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২২ জন অংশ নিয়ে পাস করেছে ৩১৮ জন পরিক্ষার্থী। পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন পরীক্ষার্থী।
বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২২৩ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১৭ জন পরিক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২১৫ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১৩ জন পরিক্ষার্থী। পাসের হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী।
আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১৯৮ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৭৯ জন পরিক্ষার্থী। পাসের হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী।
অন্নদা স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন জানান, ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আগামী দিনে আরো বেশি জিপিএ-৫ অর্জন করতে পারলে পুরোপুরি সন্তুষ্ট হব। আর সেইটা আমাদের লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএইচ