ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে সাফল্য ধরে রেখেছে স্কুলগুলো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মে ৬, ২০১৯
ময়মনসিংহে সাফল্য ধরে রেখেছে স্কুলগুলো  ফলাফল পাওয়ার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রেখেছে নগরের স্কুলগুলো। 

সোমবার (৬ মে) দুপুরে এ ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।  

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

জানা যায়, প্রতি বছরের মতো এবারও উদ্ভাসিত সাফল্য পেয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবারও এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।  

তাদের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। শুধু একজন পেয়েছে এ গ্রেড। গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ৫১ জন পরীক্ষার্থী।  

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২২২ জন।  

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।  

গভ. ল্যাবরেটরি হাই স্কুলের ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১২৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।  

ফলাফল প্রকাশের পর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রিন্সিপাল হালিমা খাতুন বাংলানিউজকে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এ সাফল্য এসেছে। এসব মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

সামনের দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। তিনি বাংলানিউজকে বলেন, এ ফলাফলে আমরা খুশি। ভবিষ্যতেও আরও ভালো করতে চাই।  

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রত্যেকের সর্বোচ্চ প্রচেষ্টাতেই কাঙ্খিত ফলাফল অর্জন করতে পেরেছি। দীর্ঘ ঐতিহ্যের সুনাম ধরে রেখেই আমরা পথ চলতে চাই।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০৬, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।