রোববার (১২ মে) দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের আইন ও নিয়ম অনুযায়ী ফাইনাল পরীক্ষার ৩০ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
এসময় শিক্ষার্থীরা আমাদের দাবি মানতে হবে মানতে হবে, ফলাফল নিয়ে তাল বাহানা চলবে না চলবে না, একাডেমিক ক্যালেন্ডার চালু করতে হবে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা আরও বলেন, এ ফলাফল প্রকাশ ন হওয়ার কারণে আমরা কোনো ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। আমাদের সঙ্গে যারা এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছিলেন তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে, অথচ আমাদের অনার্স কবে শেষ হবে সেটাই অনিশ্চিত।
এ বিষয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরবি/