বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয় সূত্র বিষয়টি জানিয়েছে। এর আগে গত ৩০ এপ্রিলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।
তখন সব শিক্ষকই বাংলাদেশ মেডিকেল কলেজের বলে ধারণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শাস্তি পাওয়া চার শিক্ষকেরা হলেন- বাংলাদেশ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. পরিতোষ কুমার, সহকারী অধ্যাপক ডা. মো. ছাইদুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ বেগম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রফেসর ডা. মেহেরুন্নেসা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এসব সিদ্ধান্ত অনুমোদন দেয়। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমে তিন বছর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না এই শিক্ষকদের।
বাংলাদেশ সময়: ১৭৯৩ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসকেবি/এমএ