বৃহস্পতিবার (৩০ মে) আইইউবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (২৯ মে) আইইউবি ক্যাম্পাস পরিদর্শনে এসে প্রথমে রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বিশ্ববিদ্যয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিলান পাগনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বলেন, বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা জার্মানির সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে দুই দেশের যোগাযোগ স্থাপনে তা করা সম্ভব।
এছাড়া জার্মান রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আইইউবি ও জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
আরআইএস/