শনিবার (১ জুন) দুপুরে বোর্ডের ওয়েব সাইটে পুনঃনিরীক্ষণে ফলাফল বদলানো আবেদনকারী পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর বিষয় ভিত্তিক পুনঃনিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী।
এর মধ্যে মাত্র ১৩০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে ৪২ জন।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বাংলানিউজকে জানান, গণিত বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এমএস/আরবি/