বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার দিন হল খোলার কথা থাকলেও প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে দুইদিন আগেই হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, পবিত্র রমযান, বুদ্ধপূর্ণিমা, গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২৭ মে থেকে টানা ১৭ দিন বন্ধ ছিলো ইবির আবাসিক হল। এই ছুটি শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এসআরএস