ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অপেক্ষামানদের ভর্তির সময় বৃদ্ধি, প্রতিবন্ধী কোটার সাক্ষাৎ ৮ ডিসেম্বর

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের চলমান ভর্তির সময় আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর প্রতিবন্ধী কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।



সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তী সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর অপেক্ষামান শিক্ষার্থীদের ভর্তির শেষ দিন ছিল। ভর্তির তারিখ বাড়ানোয় ডিসেম্বরের ৬ তারিখ পবিত্র আশূরার ছুটি বাদে আগামী ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষামান তালিকায় ভর্তি হওয়া যাবে।

এছাড়া প্রতিবন্ধী কোটায় পাশ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার ৮ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। এ কোটায় ভর্তি হতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ