শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার অন্যান্য ইউনিটের মতো ইউনিট-১ এর লিখিত পরীক্ষাও দু’টি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের বিভাগ ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে।
এবার ‘ইউনিট – ১’ এর ১১৫৫টি আসনের বিপরীতে সর্বমোট ২৩,৭৭৬জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে অংশগ্রহণ করছে প্রায় ২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবাই প্রাথমিক স্তরের বাছাই শেষে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই স্ব-স্ব আসন গ্রহণ করার উপর জোর দেওয়া হয়। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কেডি/এএটি