ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে মেধা বৃত্তি পাবে ১১২৬ শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জবিতে মেধা বৃত্তি পাবে ১১২৬ শিক্ষার্থী

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১১২৬ জন (এক হাজার একশত ছাব্বিশ) শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে হওয়া এক সভায় বৃত্তি প্রদান-সংক্রান্ত কমিটি এ সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫১২ জন শিক্ষার্থীর আবেদন যাচাই-বাছাই করে ১১২৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

এরমধ্যে স্নাতক পর্যায়ে ৩০৭ জন মেধাবৃত্তি, ৭১০ জন অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জন মেধাবৃত্তি, ৬৯ জন অবৈতনিক বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যায়নসহ বাৎসরিক চার হাজার আটশত টাকা বৃত্তি পাবেন। এছাড়াও মেধা ও অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু বৃত্তিপ্রাপ্ত শিক্ষাবর্ষের জন্য বিশ্ববদ্যালয়ে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পাবেন বলে জানা গেছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফিসহ যাবতীয় ফি মওকুফের ঘোষণা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।