বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাজী মনির আহমদ ডিগ্রি কলেজের নব-নির্মিত হল রুমে উচ্চ শিক্ষায় আঞ্চলিক পরিপ্রেক্ষিত শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ।
হাজী মনির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তমাল কান্তি পালের সভাপতিত্বে সেমিনারে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা প্রফেসর তায়বুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ফেনীর ২১ জন বিত্তবান ব্যক্তি ফেনীকে ভালোবেসে, ফেনীর মানুষকে ভালোবেসে ফেনীর নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তাদের ঐকান্তিক ইচ্ছা, এ অঞ্চলের সব শ্রেণী-পেশার মানুষ যেন এখানে সহজে ও স্বল্প খরচে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। বিভিন্ন বৃত্তি ও ছাড় দেওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকেও এখানে সম্পৃক্ত করা এ ইউনিভার্সিটির একটি সফলতা।
ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহীদুল হকের সঞ্চালনায় কলেজের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ফেনী ইউনিভার্সিটির ওপর একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
হাজী মনির আহমদ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দু’শতাধিক শিক্ষার্থী প্রাণবন্ত এই সেমিনার উপভোগ করেন। উপস্থিত ছিলেন দু’শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এএটি