লাল কার্ড হাতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ
গোপালগঞ্জ: ঘড়ির কাটায় ঠিক ৫টা। ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে বাঁশির লম্বা হুইসেল। চারদিক থেকে শিক্ষার্থীরা লাল কার্ড হাতে জড়ো হলেন। সবার কণ্ঠে একই স্লোগান “গেট লস গেট লস, ভিসি তুই গেট লস”।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের ৯ম দিনে শিক্ষার্থীরা তাকে রেড-কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা রেড কার্ড নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন।
মিছিলটি জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে রেড কার্ড প্রদর্শন কর্মসূচি।
গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।