ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাহাদ হত্যার বিচার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফাহাদ হত্যার বিচার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে ক্যাম্পাসের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।  

ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ডুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী শরীফুল ইসলাম, শুভ দেবনাথ, ডুয়েটের চতুর্থ বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ফয়সাল, রেজওয়ানুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন সরকার ও তৃতীয় বর্ষের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন বিভাগের জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসি লেখাপড়া করার জন্য। বাবা-মায়ের কাছে লাশ হয়ে ফিরে যেতে চাই না। বিশ্ববিদ্যালয়ে লাশ হতে আসিনি। শিক্ষা নিয়ে দেশ গড়তে এসেছি।  

তারা অবিলম্বে ফাহাদ হত্যাকারী ও তাদের মদদ দাতাদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি জানান।

বাংলাদশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।