ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাপের মুখে পদত্যাগ করলেন শেরেবাংলা হলের প্রভোস্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
চাপের মুখে পদত্যাগ করলেন শেরেবাংলা হলের প্রভোস্ট  সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানাচ্ছেন বুয়েট শিক্ষক সমিতির শিক্ষকেরা/ছবি: শাকিল

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলন ও ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন বুয়েট শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল।

বুধবার (৯ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি একে মাসুদ সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

সকালেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

হল প্রভোস্ট অধ্যাপক ড. জাফর ইকবাল (ডানে)।  ছবি: বাংলানিউজ
শিক্ষক সমিতির নেতারা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে হলের ভিতরে বিভিন্ন ধরনের দোকান বন্ধ, বিভিন্ন টর্চার সেল বন্ধ, ছাত্ররাজনীতি বন্ধ, সরকারদলীয় ছাত্র সংগঠনের প্রভাব বন্ধ, বহিরাগত ছাত্রদের হলে প্রবেশ নিষিদ্ধের দাবি উঠেছে।  

একইসঙ্গে আমরা আগে এগুলো যে নিষিদ্ধ করতে পারেননি সেই দায় নেন শিক্ষকেরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।