ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন ইবিএইউবি ভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন ইবিএইউবি ভিসি সনদপত্র গ্রহণ করছেন ইবিএইউবি ভিসি প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

ঢাকা: বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় দেশটির ‘সার্টিফিকেট অব মেরিট’ পেয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

শনিবার (১৯ অক্টোবর) ইবিএইউবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ হিসেবে ভিয়েতনাম দূতাবাস বাংলাদেশের আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইবিএইউবির ভিসি প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানকে ভিয়েতনাম সরকারের পক্ষে ‘সার্টিফিকেট অব মেরিট’ দেওয়া হয়।

ভিসির হাতে ওই মেধা সনদপত্রটি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।