বৃস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়সহ যশোরের মোট নয়টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।
এদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে একজন এবং শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে অপর একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) শুধু যবিপ্রবি ক্যাম্পাসে ডি, ই এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডি ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ই ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
ইউজি/এবি