শনিবার (০৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমাদের এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
‘বাংলাদেশে তনু হত্যা ও সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার বিচার এখনো হয়নি। এদেশের জনতা ও ছাত্রসমাজ নুসরাত হত্যার বিচারের দাবিতে রাজপথে সংগ্রাম করেছে। তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র নুসরাত হত্যার বিচার হয়েছে। আমরা অনতিবিলম্বে রুম্পা হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি করছি। ’
গত বুধবার (০৪ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে রুম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এইচএডি/