রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শতদিন গণনার উদ্বোধন করেন শিক্ষক নেতারা।
উদ্বোধন শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশর জন্ম হতো না।
দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শুধু নির্দিষ্ট কোনো দলের নয় বরং সবার। এখন ক্ষুদ্র পরিসরে আমরা শতদিনের কাউন্ট-ডাউন শুরু করেছি। শিগগিরই বড় পরিসরে আয়োজন করা হবে। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শ সবখানে ছড়িয়ে পড়ুক। ’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উপদেষ্টা অধ্যাপক শরীফ এনামুল কবীর, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক অসিত বরন পাল, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ওএইচ/