ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, ডিসেম্বর ২১, ২০১১
ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ ডিসেম্বর

ঢাকা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/বিবিএ) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিট, বেলা আড়াইটায় ‘ডি’ ইউনিট এবং ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিট, বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের আসনবিন্যাসসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনের ০১৫৫৪৩২১১৮৭ ও ০১৫৫৪৩২১১৮২ নম্বরেও যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।