মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, চেক জালিয়াতির মামলায় কারাগারে থাকার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম অনুযায়ী এক জরুরি সভায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
জানা যায়, চেক জালিয়াতির মামলায় গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলার শৈলকূপার নিজ বাসা থেকে আমতলা পুলিশের হাতে গ্রেফতার হন আব্দুল হালিম।
পরে ৫ ডিম্বের ঝিনাইদহ আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এনআই অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকার অর্থদণ্ড দেন। একই দিনে তাকে ঝিনাইদহ জেলার কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএইচ