শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে একতা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মানস করের নির্দেশনায় বরণ সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সমাজ সেবক জাহাঙ্গীর আলম মিয়া, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. সৈয়দ আবুল ফারুক, চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইনসাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান কামরুল।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রজত জয়ন্তী উৎসব মিলন মেলায় পরিণত হয়।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এনটি