ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে ময়মনসিংহে পাসের হার ৮৭.২১ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ডিসেম্বর ৩১, ২০১৯
জেএসসিতে ময়মনসিংহে পাসের হার ৮৭.২১ শতাংশ .

ময়মনসিংহ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ।  এবার জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯০৩ জন শিক্ষার্থী।

দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ ফলাফল প্রকাশ করেন।

তিনি জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ৪৮৪ টি বিদ্যালয়ের মোট এক লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে এক লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। যাপাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ।  এবার জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯০৩ জন শিক্ষার্থী।  তবে পাসের হারে এগিয়ে মেয়েরা।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।