মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ৩৫ হাজার ৮২২ জন অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ৮৪ দশমিক ৬১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ২৫৬ জন।
মাধব চন্দ্র রুদ্র বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রশ্নব্যাংকের মাধ্যমে বিভিন্ন সাময়িক পরীক্ষা গ্রহণ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে। ভালো ফলাফলের পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইউজি/একে