ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষা বোর্ডে ওয়ান স্টপ সার্ভিস চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
রাজশাহী শিক্ষা বোর্ডে ওয়ান স্টপ সার্ভিস চালু

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সেবা সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকবুল হোসেন।

এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষক, শিক্ষার্থী ও সেবাগ্রহীতা অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকবুল হোসেন তার বক্তব্যে সেবাগ্রহীতাদের ব্যক্তিগতভাবে সচেতন থেকে সেবা গ্রহণের পরামর্শ দেন।

তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের মুজিববর্ষে নতুন উদ্যোমে দ্রুততা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।