ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির বঙ্গমাতা হলে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ঢাবির বঙ্গমাতা হলে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

রোববার (০৫ জানুয়ারি) রাত আটটার দিকে হলের চার তলার ব্লকে এ মারামারি হয়।

হল শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (খাদিজা-নাবিলা কমিটি) সালসাবিল খান ও বর্তমান সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন দুইজনই শীর্ষ পদ প্রত্যাশী হওয়ায় পূর্ব থেকে বিরোধ ছিল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাড়ি বিতরণকে কেন্দ্র করে বিরোধ আরও প্রকট হয়। পরবর্তী সময়ে হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া রাইনের অনুসারী পাপিয়া ইসলামকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে সালসাবিলকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে রাইনের অনুসারীরা। পরে হল প্রাধ্যক্ষ আর আবাসিক শিক্ষকরা এলে মারামারি শেষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির হোসেন নিশি বাংলানিউজকে বলেন, হল সংসদের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন ক্রীড়া ‍সম্পাদকের মধ্যে বিরোধ ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতির সময়ও ঝামেলা হলে আমরা সেটার সমাধান করি। পরবর্তী সময়ে হল সংসদের রিয়া পাপিয়াকে মারধর করে। এর প্রতিবাদে হলের মেয়েরা এক হয়ে তাকে বহিষ্কারের দাবি তোলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে হলে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।