মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
তিনি জানান, ৬৩ জনকে প্রশ্নফাঁস, নয় জনকে সাময়িক বহিষ্কার (কারণ দর্শানোর নোটিশ) মুহসীন হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় চারজন, ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন ও সাংবাদিক মারধরের ঘটনায় দুই জনকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেটে গ্রহণ করার পর কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসকেবি/জেডএস