ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মাসব্যাপী র‌্যাগিংবিরোধী অভিযান শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
শাবিপ্রবিতে মাসব্যাপী র‌্যাগিংবিরোধী অভিযান শুরু কর্মসূচিতে আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

সিলেট, (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ সেশনের নবীনবরণ ২ ফেব্রুয়ারি। নবীন শিক্ষার্থীদের আগমনকে সামনে রেখে মাসব্যাপী র‌্যাগিংবিরোধী অভিযান শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) অ্যাসোসিয়েশন।

বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী র‌্যাগিংবিরোধী অভিযানের মাধ্যমে মাাব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইনে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছে র‌্যাগিংবিরোধী সচেতনতা বাড়াতে এ কার্যক্রম শুরু হয়।

আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান বলেন, নবীন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসে র‌্যাগিং বাড়ে। এর পরিপ্রেক্ষিতে আমরা সবার মধ্যে র‌্যাগিংবিরোধী সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইন শুরু করেছি। ক্লাসে ক্লাসে গিয়ে সবাইকে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সচেতন করা হচ্ছে। আমরা দেখেছি, অনেক সময় নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং করা হলে তারা শিক্ষক বা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে না। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে কর্তৃপক্ষকে জানাতে পারে তাই আমাদের এ ক্যাম্পেইন।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপাচার্য। সেই নীতির আলোকে আমরা এ ক্যাম্পেইন শুরু করেছি। ধীরে ধীরে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে এ ধারা চলবে। আমরা চাই শাবিপ্রবিতে কোনো র‌্যাগিং থাকবে না।

মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিভাগের ক্লাস রুমের সামনে র‌্যাগিং বিরোধী স্টিকার লাগানো হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গাতে আইপিই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে র‌্যাগিং বিরোধী ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়া এ ক্যাম্পেইনে সঙ্গে আইপিই এলামনাই অ্যাসোসিয়েশন একাত্মতা পোষণ করেছেন বলে জানান ড. মুহসিন আজিজ খান।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।